চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

রামু থানার ৩ এসআইসহ চারজনকে একত্রে বদলি!

রামু সংবাদদাতা

১১ মে, ২০২৪ | ১২:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের রামু থানার তিন উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে একসাথে বদলি করেছে জেলা পুলিশ সুপার।

 

গত বৃহস্পতিবার (৯ মে) কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

 

বদলি হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই আবুল কাওসার (সেকেন্ড অফিসার), চাকমারকুল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই মো. আল আমিন, থানার মালখানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই মুহাম্মদ ইমরান উদ্দিন এবং কনস্টেবল মো. মাহমুদ।

 

বদলির আদেশ অনুযায়ী, এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া ও কনস্টেবল মো. মাহমুদকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে।

 

সূত্রে জানা যায়- পেশাগত দায়িত্ব পালনে তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বদলি হওয়া পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।

 

এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানের সাথে যোগাযোগ করা হলে তিনি বদলির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষই জানে বলে জানান।

 

 

পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট