চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১০ মে, ২০২৪ | ১১:৫০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আব্দুল্লাহ (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

শুক্রবার (১০ মে) বিকাল ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার মোহাম্মদ আব্দুল্লাহ টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার পূর্বপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসাইনের ছেলে।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত, পার্শ্ববর্তী দেশ থেকে ইয়াবা বাংলাদেশে আনার কথা এবং সারাদেশে সরবরাহ করত বলে স্বীকার করেছে।

 

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী (মিডিয়া) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আরো কয়েকজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তার আব্দুল্লাহর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট