চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন: ১২৬ ভোটে এগিয়ে আনারস প্রতীক

লক্ষ্মীছড়ি সংবাদদাতা

৮ মে, ২০২৪ | ১১:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনারস প্রতীকের সাথোয়াই অং মারমা ১৩টি কেন্দ্রের মধ্যে ১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ১২৬ ভোটে এগিয়ে আছে বলে জানা গেছে।

 

তিনি পেয়েছেন ৬ হাজার ১৭০ ভোট। কৈ মাছ প্রতীকের সুপার জ্যোতি চাকমা পেয়েছেন ৬ হাজার ৪৪ ভোট। নির্বাচন থেকে সরে গেলেও হেলিকপ্টার প্রতীকে রুতন বিকাশ চাকমা পেয়েছেন ৬৩ ভোট। দুটি কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে। কেন্দ্র ২টির মোট ভোটার রয়েছে ৫ হাজার ৫৩৬ ভোট। স্থগিত কেন্দ্র দুটি হল যতিন্দ্র কার্বারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।

 

বুধবার (৮ মে) রাত প্রায় ১০টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নি অফিসার অনীক চৌধুরী আনুষ্ঠানিকভাবে ১১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। মোট ভোটার ২১ হাজার ৭২২ ভোট। বৈধ ভোটের সংখ্যা ১২ হাজার ২৭৭ ভোট। বাতিল ভোটের সংখ্যা ১৮৮ ভোট। কাস্টিং ভোটের হার ৫৭ দশমিক ৩৮ শতাংশ।

 

এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রতন বিকাশ চাকমা টিউবওয়েল প্রতীকে ৬ হাজার ৭৩৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। রাজেন্দ্র চাকমা চশমা প্রতীকের ৪ হাজার ২৪৩ ভোট।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ হাজার ২০২ ভোট পেয়ে ফুটবল প্রতীকের অয়ক্রই প্রু মারমা এগিয়ে আছেন। মিনুচিং মারমা পদ্ধফুল প্রতীক পেয়েছেন ৫ হাজার ২২৩ ভোট।

 

 

পূর্বকোণ/মোবারক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট