চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সন্দ্বীপের নতুন উপজেলা চেয়ারম্যান এস এম আনোয়ার

সন্দ্বীপ সংবাদদাতা

৮ মে, ২০২৪ | ১০:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা পরিষদের নতুন উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এস এম আনোয়ার হোসেন। তিনি আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

 

বুধবার (৮ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সন্দ্বীপ উপজেলায় মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

নির্বাচনে মোট ৪৫ হাজার ৩৬২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে এস এম আনোয়ার হোসেন (আনারস) পেয়েছেন ৪১ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাঈন উদ্দিন মিশন (কাপ-পিরিচ) পেয়েছেন ২ হাজার ৫৩১ ভোট।

 

এছাড়া শেখ মোহাম্মদ জুয়েল (হেলিকপ্টার) ৫৯৫ ভোট, আলহাজ ফোরকান উদ্দিন (দোয়াত কলম) ৪৩৪ ভোট, এডভোকেট নাজিম উদ্দীন জামশেদ (মোটরসাইকেল) পেয়েছেন ৮৭ ভোট।

 

উপজেলা চেয়ারম্যান পদে অবৈধ ভোটের সংখ্যা ৫৯৫টি। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। ভাইস চেয়ারম্যান (মহিল) পদে হালিমা বেগম শান্তা (ফুটবল) পেয়েছেন ৩৬ হাজার ৭৫৫ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাহিদা তনমী (কলস) পেয়েছেন ৫ হাজার ৮৮৮ ভোট। এই পদে অবৈধ ভোটের সংখ্যা ২ হাজার ৭১৯টি। এই নির্বাচনে উপজেলার মোট ভোটারের শতকরা ১৩ দশমিক ৯৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

 

পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট