চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কালো টাকা বিতরণ ও ভোটারদের হুমকির অভিযোগ

কক্সবাজার সংবাদদাতা

৭ মে, ২০২৪ | ৯:৪০ অপরাহ্ণ

রাত পোহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত কক্সবাজারে সদর উপজেলা পরিষদের নির্বাচন। কালো টাকা বিতরণ ও ভোটারদের হুমকি দেয়ার অভিযোগ তুলে জরুরি সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলা মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।

 

মঙ্গলবার (৭ মে) দুপুর ১২টায় কক্সবাজার প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচন কারসাজি করতে আনারসের প্রার্থী নীল নকশার ছক এঁকেছেন। ইতোমধ্যে আনারস প্রার্থীর পক্ষ থেকে প্রচুর কালো টাকা বিতরণ করা হচ্ছে। এই টাকার উৎস অনুসন্ধান করা উচিত।’

 

ভোটার ও আমার মোটরসাইকেল প্রতীকের কর্মীদের নানা হুমকি-ধমকি দিচ্ছে ছিঁচকে মাস্তানরা। নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট নিশ্চিতে প্রশাসনকে কঠোর হতে হবে।

 

যারা কালো টাকা বিতরণ করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। এ জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

 

এ সময় আরও জানান, ‘আনারস প্রার্থীর সমর্থকদের অপকর্ম বন্ধ করতে ব্যর্থ হলে আমরা মানুষ দিয়ে ঘেরাও করে প্রশাসনকে সঠিক কাজ করতে বাধ্য করবো। আমাদের সাথে আছে শিক্ষিত সমাজসহ সাধারণ ভোটাররা। তাই কোন ছিঁচকে মাস্তানকে আমরা ভয় পাই না।’

 

নুরুল আবছার বলেন, সদর উপজেলায় আমরা ১১ টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি।

 

এসব কেন্দ্রে জোর করে ভোটারদের ইভিএমে আনারস প্রতীকে ভোট দিতে বাধ্য করা হতে পারে। কর্মীদের বাধা প্রদান করতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

 

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সম্মানিত ভোটার, আমি অতীতেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সদর উপজেলাকে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে ঢেলে সাজাতে চায়। এই প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে আমার চমৎকার কিছু পরিকল্পনাও রয়েছে। সদর উপজেলার আর্থিক ক্ষমতাও বাড়ানো হবে। প্রয়োজনীয় আইন সংশোধনী করতে আমি পদক্ষেপ নিব। তাই সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। মনে রাখবেন, আপনার নিরাপত্তা এবং অধিকার যিনি সুরক্ষা করতে পারবেন তাকেই আপনার মূল্যবান ও পবিত্র ভোটটি দিবেন।’

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট