চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাজধানীর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি টেকনাফে গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৭ মে, ২০২৪ | ৭:১৫ অপরাহ্ণ

ঢাকার যাত্রাবাড়ি থানার মাদক মামলায় ১০ বছর সাজা ও ১০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু বকর সিদ্দিককে (৪৬) কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

 

সোমবার (৬ মে) রাতে উপজেলার হ্নীলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু বকর সিদ্দিক ওই এলাকার আলহাজ জালাল আহম্মেদের ছেলে।

 

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, ঢাকার যাত্রাবাড়ি থানার মাদক মামলায় ১০ বছর সাজা ও ১০ হাজার অর্থদণ্ডপ্রাপ্ত আসামি মো. আবু বকর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট