চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাউজানে টমটম-বাইক সংঘর্ষে প্রাণ গেল প্রবাসী যুবকের

রাউজান সংবাদদাতা

৬ মে, ২০২৪ | ৬:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভা সদরে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। নিহত মিজান চৌধুরী (২৫) রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাহ আলম চৌধুরীর ছেলে।

 

নিহতের ভাই ছাত্রলীগ নেতা ইয়াছিন চৌধুরী ইমন বলেন, আজ সোমবার দুপুর সোয়া ১টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের রাউজান পৌরসভার জলিল নগরে বাসস্ট্যান্ডের পশ্চিম পাশের সড়কে অনুমোদনহীন টমটমের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় মিজানকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

প্রতিবেশী ও সাবেক চেয়ারম্যান মেজবাহ উদ্দীন আকবর বলেন, গত কয়েক মাস আগে মিজান দুবাই থেকে বেড়াতে এসেছিল। কয়েকদিনের মধ্যে ওই দেশে চলে যাওয়ার কথা তার।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট