চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ মাদ্রাসাছাত্রের মৃত্যু

রামু সংবাদদাতা

৬ মে, ২০২৪ | ৪:১৫ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চেইন্দা খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

মৃত দুই ছাত্র হল- খন্দকারপাড়া এলাকার গিয়াস উদ্দীনের ছেলে সালাহ উদ্দিন প্রকাশ মো. খোকা (৯) ও একই এলাকার মৃত ফজল আহম্মদের ছেলে আব্দু শুক্কুর (১০)। তারা স্থানীয় আল ইকরা মডেল একাডেমির ছাত্র বলে জানিয়েছেন ইউপি সদস্য জাফর আলম।

 

দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেশতা বেগম রীনা জানান, সোমবার রাতে রামু উপজেলার বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ায় পানি জমে। সকালে পাহাড়ি ছড়ায় ৪/৫ জন শিশু গোসল করতে গেলে তিনশিশু পানিতে ডুবে যায়। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করলে ও দুইজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, পানিতে ডুবে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট