চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলা সংঘর্ষে গুলিবিদ্ধ মো. ওসমান। ছবি : সংগৃহীত

মহেশখালীতে চিংড়িঘের দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ একজনের মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

৬ মে, ২০২৪ | ১২:১৬ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে চিংড়িঘের দখল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ মো. ওসমান (৩৮) মারা গেছেন।

 

রবিবার (৫ মে) দিবাগত রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত মো. ওসমান বড় মহেশখালীর ফকিরাকাটা এলাকার আবুল হাসেমের ছেলে।

 

এর আগে গত ৪ মে বিকেলে উপজেলার বড় মহেশখালীতে দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও তুমূল গোলাগুলির ঘটনা ঘটে।

 

নিহতের ভাই খাইরুল আমিন বলেন, গত ৪ মে স্থানীয় আমানের নেতৃত্বে ১০/১৫ জনের সশস্ত্র লোকজন আমার ভাইকে তুলে নিয়ে গিয়ে গুলি করে ফেলে রেখে চলে যায়। গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

জানা গেছে, কয়েকমাস ধরে চিংড়িঘের দখল-বেদখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড় মহেশখালী আমান ও গফুর গ্রুপের মধ্যে অস্ত্রের মহড়া, গুলিবিনিময়, লোকজন তুলে নিয়ে মারধরসহ বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে গত ৪ মে বিকেল ৪টার দিকে আমান গ্রুপের লোকজন ওসমানকে লক্ষ্য করে গুলি করে। এতে উসমানসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। ওসমানকে উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ওসমানের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

 

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, জমি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট