চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

৫ মে, ২০২৪ | ১১:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে তাহমিনা আক্তার টুম্পা (২৬) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

রবিবার (৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আকিলপুর নতুন পাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে।

 

নিহত টুম্পা ঐ এলাকার দুবাই প্রবাসী মো. আলমগীরের স্ত্রী। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়িয়া আকিলপুর মধ্যম নতুন পাড়া গ্রামের প্রবাসী মো. আলমগীরের স্ত্রী টুম্পাকে তার নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।

 

পরে তারা পুলিশে খবর দিলে সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শর্মা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেন।

 

এদিকে রাতে হঠাৎ একজন গৃহবধূ আত্মহত্যা করায় এ আত্মহত্যার পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে বলে ধারণা করছেন প্রতিবেশিরা। কিন্তু বিষয়টি আপাতত আত্মহত্যা বলেই ধারণা করছেন পুলিশ।

 

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন শর্মা বলেন, আমরা তার নিজ ঘর থেকে ফ্যানের সাথে ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছি। আপাতত তার শরীরে আর কোন আঘাতের চিহ্ন দেখিনি। তবে লাশ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। মৃত্যুর অন্য কোন কারণ থাকলে তা পোস্টমর্টেমেই ধরা পড়বে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট