কক্সবাজারের মহেশখালীতে চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ১০ একর সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ।
রবিবার (৫ মে) চরণদ্বীপ রেঞ্জের জে এম ঘাট বিটের অধীন এলাকায় সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৬ ঘণ্টা এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম উপকূলীয় বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ও কক্সবাজার সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদের নির্দেশে বন বিভাগ চরে গড়ে উঠা বাঁধ কেটে ১০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়।
এ বিষয়ে চরণদ্বীপ ও গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী পূর্বকোণকে বলেন, দখলকৃত চিংড়িঘের গুঁড়িয়ে দিয়ে ১০ একর সরকারি জায়গা দখলমুক্ত করা হয়। পরবর্তী তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ