চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় খালের পাড় থেকে লাশ উদ্ধার

চকরিয়া সংবাদদাতা

৫ মে, ২০২৪ | ৮:৪৪ অপরাহ্ণ

কক্সবাজরের চকরিয়ায় খালের পাড় থেকে আবুল কাসেম নামে একব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

 

রবিবার (৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী মসজিদ ঘাটা এলাকায় খালের পাড় থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

 

বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, আব্দুর রশিদ নামে একব্যক্তি ফোন করে জানান উদ্ধার লাশটি তার ভাইয়ের। তার নাম আবুল কাসেম। তার বাড়ি ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়ায়। সে দিলিবৌর নাতি মরহুম হাকিম মিয়ার বড় ছেলে। আবুল কাসেম পেশায় লবণ চাষি।

 

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের মুখে রক্তের দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে ঘটনার রহস্য জানা যাবে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট