চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে হত্যা চেষ্টা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৫ মে, ২০২৪ | ৪:৫৯ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়ার জাহাজপুরা এলাকায় দুইজনকে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হাবিব উল্লাহর ছেলে মিজান, আহমুদুর রহমানের ছেলে সোহেল ও আবুল হোছেনের ছেলে হাবিব উল্লাহ।

 

টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. দস্তগীর হোসাইন জানান, হত্যা চেষ্টা মামলার তিন আসামি জাহাজপুরা এলাকায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এর আগে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে জাহাজপুরা এলাকায় হামলা করে রাশেদার ছেলেসহ দুইজনকে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মক জখম করে আসামিরা। এ ঘটনায় আহতের মা রাশেদা বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয় আসামি ও ২/৩ জনকে অজ্ঞাতনামা করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট