চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা

টেকনাফ সংবাদদাতা

৫ মে, ২০২৪ | ৩:১২ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নূর কালাম (২৯) নামে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। নিহত নূর কালাম ১৯ ডি/১৪ ব্লকের নূর সালামের ছেলে।

রবিবার (৫ মে) ভোরে রোহিঙ্গা ক্যাম্পে রেড ক্রিসেন্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন জানান, রবিবার সকালে ক্যাম্প-১৮ এর রেড ক্রিসেন্ট অফিস এলাকা থেকে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ভোরে একদল রোহিঙ্গা দৃর্বৃত্ত তাকে গলা কেটে হত্যা করে লাশ রেখে চলে গেছে। পরে খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

 

এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট