চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ফুল তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু বোয়ালখালীতে

বোয়ালখালী সংবাদদাতা

৫ মে, ২০২৪ | ২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ফুল তুলতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে নীলিমা সেন নিলু (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিদগ্রাম ছিপাতল এলাকার মৃত চন্দন সেনের স্ত্রী।

 

রবিবার (৫ মে) সকাল ৮টায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য যিশু দে বলেন, ছাদ থেকে পড়ে আহত হয় নীলিমা সেন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সাবেক ইউপি সদস্য রমা বৈদ্য জানান, নীলিমা সেনের ছেলে পরিবার নিয়ে দু’দিন আগে রাঙামাটির শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে তিনি একা ছিলেন। সকালে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন নীলিমা। সম্ভবত তিনি ফুল তুলতে ছাদে উঠেছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক চমেক হাসপাতালে রেফার করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট