চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মীরসরাইয়ে অনুমোদনহীন ৫ টন চা জব্দ

নিজস্ব প্রতিবেদক

৪ মে, ২০২৪ | ১১:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে গোডাউনে অভিযান চালিয়ে পাঁচ টন চা জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনুমোদনহীন চা পাতা মিথ্যা তথ্য দিয়ে প্যাকেটজাত করায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

আজ শনিবার (৪ এপ্রিল) উপজেলার বরতাকিয়া বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী।

 

তিনি বলেন, বিএসটিআই এর অনুমোদন ব্যতীত চা পাতা মিথ্যা তথ্য দিয়ে প্যাকেট করা হচ্ছিল। যা দণ্ডনীয় অপরাধ। এ সময় পাঁচ টন অনুমোদনহীন প্যাকেট জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। বিএসটি আই এর প্রতিনিধির প্রসিকিউশন রিপোর্টের ভিত্তিতে নিয়মিত মামলা করার জন্য মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বলা হয়।

 

চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে বর্ণিত অভিযানে মিরসরাই থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট