চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নানার বাড়িতে বেড়াতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু হাটহাজারীতে

হাটহাজারী সংবাদদাতা

৪ মে, ২০২৪ | ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীর নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

 

শনিবার (৪ মে) বিকাল সাড়ে ৫টার দিকে পৌরসদরে ৮ নম্বর ওয়ার্ডের উত্তর মিরেরখিল এলাকার আব্বাস আলীর বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

 

নিহতরা হল- হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব দেওয়ান নগর শওকত আলম বাবুর দুই ছেলে মেজবাহ (৪) ও মিরাজ (৩)।

 

স্থানীয় নাজিম উদ্দিন জানান, তারা দুই ভাই মা বাবার সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। পরিবারের সকলের অজান্তে তারা ঘর থেকে খেলতে বের হয়। তাদের নানার বাড়ির এক মহিলা বিকাল সাড়ে ৫টায় আসরের নামাজের জন্য বাড়ির সামনের পুকুরে ওজু করতে গেলে দুইভাইকে ভাসমান অবস্থায় দেখতে পায়।

 

এ সময় তাদের দুজনকে উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মাহফুজ।

 

শনিবার রাত ১০টায় মিরেরখিল এলাকার আব্বাস আলীর বাড়ির নানার বাড়িতে দুইজনের জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট