চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে অটোরিকশার সঙ্গে রিকশার সংঘর্ষ, আহত ৮

বাঁশখালী সংবাদদাতা

৪ মে, ২০২৪ | ৫:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিঅটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ গুরুতর আহত হয়েছেন ৮ জন।

 

শনিবার (৪ মে) সকাল ৮ টার দিকে সাধনপুর ইউপির পিএবি সড়কের বৈলগাঁও ঝিঁ ঝিঁ ফকির মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক মো. মনু (৩৫), মোহাম্মদ মহিম (৩০), গোলবাহার (৬০) তাসমিয়া (৯), মো. ফারুক (৯) ও আধুনিক হাসপাতালে জামাল উদ্দিন (২৬)। তবে আহত দু’জনের নাম-পরিচয় পাওয়া যায় নি।

 

প্রত্যক্ষদর্শী নুরুল আলম জানান, সকাল ৮টার দিকে পেকুয়া চৌমুহনী থেকে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগতিতে আসা নম্বরবিহীন সিএনজি অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা ব্যাটারি রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের ৮ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুণাগরীস্থ আধুনিক হাসপাতাল ও পুকুরিয়া সিবি হাসপাতালে নিয়ে যায়।

 

পুকুরিয়ার সিবি হসপিটালের আরএমও ডাক্তার জিটু বড়ুয়া বলেন, দুর্ঘটনার পরে চিকিৎসা নেেয়া আহত সিএনজি অটোরিকশা চালক মো. মনুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

রামদাশহাট তদন্ত কেন্দ্রেরপরিদর্শক তপন কুমার বাগচী বলেন, আহতরা চিকিৎসা নিচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট