চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আচরণবিধি লঙ্ঘন করায় ২ ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

মহেশখালী সংবাদদাতা

৩ মে, ২০২৪ | ১১:৪৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। তবে এরইমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

শুক্রবার (৩ মে) বিকাল থেকে রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন।

 

এ সময় যানবাহন ও দেওয়ালে পোস্টার লাগিয়ে আচরণ বিধিমালা লঙ্ঘন করার অপরাধে বই প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু ছালেহ্ ও প্রজাপতি প্রতীকের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জাহানারা জাহাঙ্গীরকে দুটি আলাদা মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ সময় দেওয়াল ও যানবাহনে পোস্টার না লাগানোর নির্দেশনা দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন পূর্বকোণকে বলেন, দেয়াল ও যানবাহনে পোস্টার লাগিয়ে আচরণ বিধিমালা লঙ্ঘন করার প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট