চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রামুতে হিটস্ট্রোকে মাওলানার মৃত্যু

রামু সংবাদদাতা

৩ মে, ২০২৪ | ১১:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছালামত উল্লাহ চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন।

 

তিনি শুক্রবার (৩ মে) ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মাওলানা ছালামত উল্লাহ গত ৩০ এপ্রিল সকালে মাদ্রাসায় যাওয়ার সময় রামু চৌমুহনী স্টেশনে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ঢলে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন। তাকে প্রথমে এভারকেয়ার হাসপাতাল ও পরে ন্যাশনাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসা সেবা দেয়া হয়। সেখানে শুক্রবার ভোরে মৃত্যুবরণ করেন।

 

মাওলানা ছালামত উল্লাহ রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকার বাসিন্দা।

 

আজ শুক্রবার (৩ মে) আছরেরর নামাজের পর খুনিয়াপালং দারিয়ারদীঘি মারকাজুল হুদা আল ইসলামী মাদ্রাসা ও সুতার মসজিদ ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট