চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বেপরোয়া গতির ২ অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

বোয়ালখালী সংবাদদাতা

৩ মে, ২০২৪ | ৯:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজারের আরাকান সড়কে বেপরোয়া গতির দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং আরো চার যাত্রী আহত হয়েছেন।

 

শুক্রবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া ও বোয়ালখালী সড়কের মিলিটারি পুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তি হলেন- পটিয়া উপজেলার চরখানাই ফুলতল এলাকার আয়ুব আলীর ছেলের ওসমান গণি (৪২)।

 

আহতরা হলেন- বোয়ালখালী উপজেলার বেঙ্গুরা এলাকার পেয়ার মোহাম্মদের ছেলে মো. তুষার (১৩), মৃত ওসমান গণির স্ত্রী লায়লা বেগম (৬৫), ইকবাল হোসেনের স্ত্রী নূর বেগম (৫২),  ও নগরীর ২ নম্বর গেইট এলাকার মো. জব্বারের ছেলে মো. মোজাম্মেল (৩৫)।

 

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. আসমা বলেন, প্রথমে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা আহতদের নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর হওয়ায় পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে অটো-চালক ওসমান গণিকে (৪২)  চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া তুষার ও লায়লা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসাধীন রয়েছেন ।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পটিয়া ও বোয়ালখালী থেকে আসা দুটি বেপরোয়া গতির সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।

 

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট