চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ১৫

চকরিয়া সংবাদদাতা

২ মে, ২০২৪ | ৭:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার ( ২ মে) সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট ও বিকাল ৩ টায় বানিয়ারছড়ায় এ দুটি দুর্ঘটনার ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ও চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক ভুঁইয়া। দুই হাইওয়ে থানার পুলিশ ৫টি গাড়ি জব্দ করেছে।

 

নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ রশিদ আহমদ (৪০)। তিনি ঈদগাঁও উপজেলার বাসিন্দা। আহতরা হলেন – মোহাম্মদ রাজু (৩৫), চকরিয়ার পালাকাটার কলিম উল্লাহ (৪১),মালুমঘাটের অমিত সুশীল (৭), একই এলাকার শীখা সুশীল (৩৫), হারবাংয়ের রানা সিকদার (২৪), বরইতলীর আসমা সোলতানা (৩৫), একই এলাকার মেহেদী হাসান (১৮), মোহাম্মদ শেফায়েত (১৬), হাসিবুর রহমান (৩০), ছিকলঘাটের মুফিজুর রহমান (২১), একই এলাকার মিজবাহ উদ্দিন (২১), কৈয়ারবিলের শাহেনা বেগম ( ২২) ও মহেশখালীর সুনীল শর্মা (৪৫)।

তবে আহত দু’জনের নামপরিচয় জানা যায়নি। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে সুনীল শর্মাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

 

ওসি মোজাম্মেল হক জানান, মালুমঘাট ছগিরশাহ কাটা দরগা গেট এলাকায় মিনিট্রাকের ধাক্কায় যাত্রীবাহী টমটম গাড়ি উল্টে গেলে হতাহতের ঘটনা ঘটে। ওসি মাহাবুবুল হক ভূঁইয়া জানান, বানিয়ারছড়া এলাকায় একটি তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ বোঝাই কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটি সামনে গিয়ে টমটম-বাইক এবং পথচারীদের ধাক্কা দিলে ১২ জন আহত হন।

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট