চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মায়ের সাথে জমিতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু রাউজানে

রাউজান সংবাদদাতা

২ মে, ২০২৪ | ১:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে মায়ের সাথে জমিতে গিয়ে খালে পড়ে লাইকা আকতার (২) নামে এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। লাইকা উপজেলার ১০ নম্বর পূর্বগুজরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মীরধারপাড়া এলাকার মোহাম্মদ আলী ড্রাইভারের কনিষ্ঠ মেয়ে।

বৃহস্পতিবার (২ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতিবেশি আবদুল হামিদ বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে লাইকার মা ডাল তুলতে গিয়েছিলেন বাড়ির পাশের জমিতে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছোট্ট মেয়ে লাইকাকে। ডাল তোলার এক পর্যায়ে মায়ের অজান্তে খেলতে খেলতে কাঁঠালভাঙা খালে পড়ে যায় লাইকা আকতার। পরে মা শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশিরাসহ খুঁজতে খুঁজতে ১৫ মিনিট পর প্রায় একশ গজ দূরে খালে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। শিশুটিকে নোয়াপাড়া পথেরহাটের পাইওনিয়র হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শিশু লাইকা পরিবারের এক ভাই ও দুই বোনের মধ্যে সবার কনিষ্ঠ সন্তান ছিল।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট