চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় লবণ তুলতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারাল ২ শ্রমিক

পেকুয়া সংবাদদাতা

২ মে, ২০২৪ | ১:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোররাত ৪ টায় উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

 

বজ্রপাতে নিহতরা হলেন- মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছরিপাড়ার জামাল উদ্দিনের ছেলে মো. আরফাত (১২)।

 

জানা যায়, আজ ভোররাত সাড়ে ৪ টার দিকে বৃষ্টি আসলে দুই শ্রমিক লবণ তুলতে মাঠে ছুটে যায়। এসয়ম বজ্রপাতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। স্থানীয়রা একজনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মগনামায় বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করে মগনামা ইউপি সচিব আবদুর রাজ্জাক বলেন, মগনামা ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকায় দিদারুল ইসলাম নামে একজন বজ্রপাতে মারা গেছে। রাতে বৃষ্টি আসলে সে লবণ তুলতে মাঠে যায়। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয় বলে স্থানীয় গ্রাম পুলিশ ইউনিয়ন পরিষদে তথ্য দেয়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, ভোর ৫টায় রাজাখালী থেকে আরফাত (১২) নামে একজনকে পেকুয়া হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। সে বজ্রপাতে মৃত্যুবরণ করেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট