চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নামাজ শেষে বাড়ি ফেরার পথে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

চন্দনাইশ সংবাদদাতা

১ মে, ২০২৪ | ৯:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে আছরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে ছৈয়দ আহমদ (৭৫) নামে একব্যক্তির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বাড়ি ফেরার পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

মৃত ছৈয়দ আহমদ উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া এলাকার মৃত আজম আলীর ছেলে।

 

জানা যায়, গতকাল মঙ্গলবার আছরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান ছৈয়দ আহমদ। তাকে মুমূর্ষু অবস্থায় দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদ তানজিমুল ইসলাম বলেন, গতকাল (মঙ্গলবার) বিকেলে ছৈয়দ আহমদ নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে এনে ছিলেন স্বজনরা।

 

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট