খাগড়াছড়ি জেলা শহরের শান্তিনগর এলাকায় আগুনে ২৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টায় তালুকদার মার্কেটে এ আগুনের ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস খাগড়াছড়ি ইউনিটের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পরে প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
মার্কেটের মালিক জাফর তালুকদার বলেন, এক বন্ধুর কাছ থেকে মার্কেটে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি মার্কেটে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিস আগুন নেভাতে নেভাতে সব পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পূর্বকোণ/পিআর/এএইচ