চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে হাতির আক্রমণে প্রাণ গেল কিশোরের

বাঁশখালী সংবাদদাতা

১ মে, ২০২৪ | ১২:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে সিরাত উল্লাহ রিজভী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।নিহত সিরাত উল্লাহ বৈলছড়ি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুলিনপাড়ার তৈয়ব উল্লাহর ছেলে।

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাত ২টায় বৈলছড়ির অভ্যারখিল গ্রামে এ ঘটনা ঘটে।

 

বৈলছডি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, প্রায়সময় হাতির দল লোকালয়ে ঢুকে পড়ে। নিহত কিশোর একটি দোকানের কর্মচারী ছিল। রাতে লিচু বাগানে পাহারা দিতো সে। রাতে রাস্তায় ঘোরাঘুরির সময় বন্যহাতির সামনে পড়ে যায়। হাতিটি তাকে শুঁড় দিয়ে আঘাত করলে গুরুতর আহত হয় সে। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে গুণাগরি মা ও শিশু জেনারেল হাসপাতাল নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বনবিভাগের সাধনপুর রেঞ্জ কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, খাদ্যের সন্ধানে এখন হাতি লোকালয়ে চলে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবার আর্থিক সহায়তা পাবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট