চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কর্ণফুলীতে পাচারকালে চশমা হনুমান উদ্ধার, বাসের সুপারভাইজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৪ | ৬:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকা থেকে পাচারের সময় বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী চশমা হনুমানের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে নওগাঁগামী একটি বাস থেকে চশমা হনুমানের বাচ্চা উদ্ধার করা হয়।

 

পাচারে জড়িত থাকার অভিযোগে রাসেল চৌধুরী প্রকাশ সজল (৪৫) নামের এক বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। রাসেল চৌধুরী প্রকাশ সজল ঢাকা মহাদেবপুর থানার মৃত মোজাফফর চৌধুরীর ছেলে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বলেন, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকায় কক্সবাজার থেকে নওগাঁগামী (ঢাকা মেট্রো-ব ১৫-৭০৪২) একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সুপারভাইজার রাসেল চৌধুরী প্রকাশ সজলের হেফাজত থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী চশমা হনুমানের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

 

রাসেল চৌধুরী প্রকাশ সজলের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট