চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে টাকা-ইয়াবা উদ্ধার, মিয়ানমার নাগরিকসহ আটক ৩

টেকনাফ সংবাদদাতা

২৯ এপ্রিল, ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা, ৪ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকাসহ দুই মাদককারবারি আটক করেছে র‌্যাব-১৫। আটকদের মধ্যে একজন মিয়ানমারের নাগরিক, একজন নারী ও অপরজন দ্রুত বিচার আইনে পরোয়ানাভুক্ত আসামি।

 

সোমবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী। রবিবার (২৮ এপ্রিল) টেকনাফের বড় হাবিবপাড়া ও পৌরসভা ঝর্নাচত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

গ্রেপ্তাররা হল- মিয়ানমারের মংডু, ধলিয়াপাড়ার নুর আলমের ছেলে আফসার প্রকাশ ফয়সাল (২৫), টেকনাফ সদর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বড় হাবির পাড়া ইউনুছের স্ত্রী ফাতেমা খাতুন (৩৮) ও টেকনাফ সদর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ড মহেশখালিয়াপাড়া মমতাজ মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২০)।

 

মো. আবু সালাম চৌধুরী বলেন, পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারের নাগরিকসহ তিনজনকে আটক করা হয়েছে। ফয়সাল ও ফাতেমার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও ৪ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা উদ্ধার করা হয়। আটকদের মধ্যে নিজাম উদ্দিন দ্রুত বিচার আইনের পরোয়ানাভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট