রাঙামাটির রাজস্থলী উপজেলার জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্য শান্তলাল তনচংগ্যা নামে এক যুবক আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে গ্রুপের সাথে জড়িত ছিল। তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এ উদ্যোগ হাতে নিয়েছে বলে জানা গেছে।
সে রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ডাক্তার পাড়ার জীবন্ত তনচংগ্যার ছেলে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, তার বিরুদ্ধে রাজস্থলী থানায় মামলা থাকায় তাকে রাঙামাটি কারাগারে পাঠানো হয়ছে।
পূর্বকোণ/পিআর/এসি