চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রাজস্থলীতে জেএসএস সশস্ত্র গ্রুপের সদস্যের আত্মসমর্পণ

রাজস্থলী সংবাদদাতা

২৯ এপ্রিল, ২০২৪ | ১২:২৮ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার জেএসএসের সশস্ত্র গ্রুপের সদস্য শান্তলাল তনচংগ্যা নামে এক যুবক আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে। সে দীর্ঘদিন ধরে গ্রুপের সাথে জড়িত ছিল। তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য এ উদ্যোগ হাতে নিয়েছে বলে জানা গেছে।

 

সে রাজস্থলী উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ডাক্তার পাড়ার জীবন্ত তনচংগ্যার ছেলে।

 

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, তার বিরুদ্ধে রাজস্থলী থানায় মামলা থাকায় তাকে রাঙামাটি কারাগারে পাঠানো হয়ছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট