চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীর উপকূল সুরক্ষাই প্রধান চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৪ | ১২:১৬ অপরাহ্ণ

বাঁশখালী আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, বাঁশখালী অরক্ষিত উপকূলীয় এলাকা সুরক্ষায় ডিপিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অল্প দিনের মধ্যেই প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পৌঁছবে। সেখানে অনুমোদন পেলেই একনেক সভায় প্রকল্পটি উঠবে। অর্থাৎ দ্রুত সময়ের মধ্যেই প্রকল্পটি বাস্তবায়ন হবে। প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়িত হলে আট ইউনিয়নের মানুষ সুফল পাবে। আমার প্রধান চ্যালেঞ্জ হচ্ছে উপকূলীয় এলাকা সুরক্ষা করা। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পটি অনুমোদন করাতে পারবো।

 

এমপি মুজিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকূল সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়েছেন।বাঁশখালী উপকূলে বিদ্যুৎকেন্দ্রসহ বৃহৎ স্থাপনা গড়ে উঠেছে। উপকূলে পর্যটনশিল্পের অপার সম্ভাবনা রয়েছে। সবমিলে উপকূল সুরক্ষায় প্রকল্পটির গুরুত্ব অত্যধিক।

সাগর ও নদী তীরবর্তী এলাকা সুরক্ষার পর দ্বিতীয় পর্যায়ে জলকদর খাল খননসহ দুই পাড় সংস্কারের আরেকটি বড় প্রকল্পের পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরেই উপকূলে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে চাই।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট