চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

কক্সবাজার বিমানবন্দরে অবৈধ স্বর্ণ ও রূপাসহ যুবক আটক

কক্সবাজার সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২৪ | ১১:৪৭ অপরাহ্ণ

জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে ৪৫০ গ্রাম স্বর্ণ ও ১৬৮ গ্রাম রূপাসহ এক যাত্রীকে আটক করেছে।

 

রবিবার (২৮ এপ্রিল) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে ওই যাত্রীকে আটক করা হয়।

 

আটক রুবেল ধর কক্সবাজার সদরের ঘোনারপাড়া এলাকার বাসিন্দা বিমল ধরের ছেলে।

 

এনএসআই জানিয়েছে, রবিবার দুপুর দেড়টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা থেকে কক্সবাজার আসেন ওই যাত্রী। গোয়েন্দা সংস্থার কাছে খবর ছিল যে তার বহন করা লাগেজে অবৈধ স্বর্ণ রয়েছে। এ তথ্যের ভিত্তিতে বিমানবন্দরের স্ক্যানারে তার লাগেজ পরীক্ষা করা হলে অলংকারের মতো কিছু বস্তু ধরা পড়ে। পরবর্তীতে লাগেজ তল্লাশি করে প্রায় ৪৫০ গ্রাম স্বর্ণ ও কিছু রূপা জব্দ করা হয়।

 

এর আগে শনিবার বিকেল ৩টা ৪৫ মিনিটে সৌদি আরবের দাম্মাম শহর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর বিজি ৩৫০) মাধ্যমে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওই ব্যক্তি।

 

জানা গেছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কক্সবাজার বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত এপিবিএনের মাধ্যমে প্রক্রিয়া চলছে।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট