চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

চিকনদণ্ডী ইউপি উপ-নির্বাচনে নুরুল আফছার চেয়ারম্যান নির্বাচিত

হাটহাজারী সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২৪ | ১০:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাতা প্রতীকের প্রার্থী মো. নুরুল আফছার সরকার।

 

রবিবার (২৮ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার পরান্টু চাকমা রাতে বেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী, পাতা প্রতীকে ৩ হাজার ৭৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. নুরুল আফছার সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেজাম উদ্দিন তনি রজনীগন্ধা প্রতীক পেয়েছেন ৩ হাজার ৬০৮ ভোট এবং ৩ হাজার ৬১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে চশমা প্রতীকের প্রার্থী মো. জহুরুল আলম।

 

উপ-নির্বাচনে সকাল ৮টা থেকে ১৩টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর ১২টার দিকে ৮ নম্বর ওয়ার্ডে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

 

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট