চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রামুতে ইউপি সদস্যসহ ২ অস্ত্র কারবারি আটক

রামু সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২৪ | ৮:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের রামু ঈদগড়ে অভিযান চালিয়ে ইউপি সদস্য রুস্তম আলীসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে র‍্যাব-১৫।

 

শনিবার (২৭ এপ্রিল) রাত পৌনে ২টার দিকে ঈদগড় ইউনিয়নের কোদালিয়াকাটা এলাকার রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হল, রামুর ঈদগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বৈদ্যের পাড়া এলাকার মোহাম্মদ হোছনের ছেলে রুস্তম আলী (৩৯) ও শওকত আলী (২২)।

 

র‍্যাব-১৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে রামু থানায় এজাহার দাখিল করা হয়েছে।

 

 

পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট