তীব্র গরমের মধ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে মোবাইলে কথা বলতে বলতে মতিউর রহমান (৪০) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা- তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯টায় কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
লাইফগার্ড কর্মী উসমান জানান, সৈকতের সুগন্ধা পয়েন্টে হাঁটছিলেন মতিউর রহমান। হঠাৎ তিনি ফোনে কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান লাইফগার্ড মো. হোসেন ও উজ্জ্বল।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন, তীব্র গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মতিউর রহমানের মৃত্যু হয়েছে।
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামীন হোসেন জানান, নিহত পর্যটকের বাড়ি কুমিল্লার বুড়িচং এলাকায়। তিনি ঢাকায় থাকতেন। তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। মৃত্যুর খবর পেয়ে তার স্ত্রী ও সন্তানরা লাশ গ্রহণের জন্য কক্সবাজারে আসছেন। বর্তমানে মরদেহটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
পূর্বকোণ/পিআর/এএইচ