চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

ফিটনেস নেই অধিকাংশ গাড়ির, চট্টগ্রামে ৮৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৪ | ১১:৫০ অপরাহ্ণ

বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্রের মৃত্যুর পর শিক্ষার্থীদের টানা আন্দোলনে কয়েকদিন ধরে বন্ধ কাপ্তাই-চট্টগ্রাম সড়ক। এতে প্রতিদিন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে এই সড়কে যাতায়াত করা লাখ লাখ মানুষের। শিক্ষার্থীদের দাবি- এই সড়কে যেসব যানবাহন চলচল করছে তাদের অধিকাংশেরই নেই ফিটনেস ও লাইসেন্স। যে কারণে বাড়ছে দুর্ঘটনাও। এমন দাবির বাস্তবতা মিলেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিএ) অভিযানে।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিনভর চালানো এই অভিযানে মামলা করা হয়েছে ২৬টি পরিবহনের বিরুদ্ধে। জরিমানা করা হয়েছে সাড়ে ৮৫ হাজার টাকা। ফিটনেস না থাকায় জব্দ করা হয়েছে দুটি লেগুনা ও হিউম্যান হলার।

 

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া, ঢাকা-চট্টগ্রাম সড়কের ফোজদারহাটে পৃথক অভিযানে করা হয়েছে এই জরিমানা।

 

দুপুরে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় অভিযান চালান রাঙ্গুনিয়ার সহকারী কমিশনার (ভূমি) মারজান হোসাইন।

 

তিনি জানান, লাইসেন্স, ফিটনেন্স ও হেলমেট না থাকায় নয়টি যানবাহনকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স না থাকায় তিনটি পরিবহনকে দেড় হাজার টাকা, ফিটনেস না থাকায় তিনটি গাড়িকে ২২শ’ টাকা ও হেলমেট না থাকায় তিনটি পরিবহনকে ১৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ’র চট্টগ্রাম জেলা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. আলাউদ্দিনসহ আরও অনেকে।

 

অন্যদিকে, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ার বাইপাস এলাকায় অভিযান চালান পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ফিটনেস ও ট্যাক্স টোকেন না থাকায় দুটি প্রতিষ্ঠানকে করা হয়েছে ২০ হাজার টাকা জরিমানা। জব্দ করা হয়েছে ফিটনেসবিহীন দুটি লেগুনা ও পাবলিক হিউম্যান। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ‘র চট্ট মেট্রো-১ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ফাহাদ শিকদার।

 

অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম সড়কের ফোজদারহাটে আরেকটি পৃথক অভিযান চালান বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না।

 

তিনি বলেন, লাইসেন্স ও ফিটনেস না থাকাসহ নানা অভিযোগে ১৫টি পরিবহনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে লাইসেন্স না থাকায় সাতটি যানবাহনকে ২৮ হাজার টাকা জরিমানা, ফিটনেস না থাকায় সাতটি গাড়িকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নানা অভিযোগে আরও একটি গাড়িকে করা হয়েছে চার হাজার টাকা জরিমানা। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মোটরযান পরিদর্শক তীর্থ প্রতিম বড়ুয়াসহ আরও অনেকে।

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট