চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় ৯টি অবৈধ ডাম্পার জব্দ

সাতকানিয়া সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৪ | ৯:৫৮ অপরাহ্ণ

অবৈধ মাটি, বালু, ইট পরিবহনে ব্যবহৃত ডাম্পার ট্রাকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে নয়টি ডাম্পার আটক করেছে সাতকানিয়া পুলিশ।

 

বুধবার (২৪ এপ্রিল) দিনব্যাপী অভিযানে উপজেলার এওচিয়া, কেরানীহাট, কেঁওচিয়া পাঠানীপুল, বাংলাবাজার, ছদাহা এলাকা থেকে মাটিবোঝায় ও মাটি কাটার কাজে ব্যবহৃত এবং খালিসহ নয়টি ট্রাক আটক করা হয়।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মাটি খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে নয়টি ডাম্পারে যথাযথ কাগজপত্র না থাকায় মামলার দায়ের করা হয়। পরে গাড়িগুলো জব্দ করা হয়। গাড়িগুলো পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রাম শহরে পাঠিয়ে দেওয়া হয়েছে। অবৈধ মাটি কাটার বিষয়ে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট