চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে জালে ধরা পড়ল বিরল প্রজাতির ১০ মণ ওজনের মাছ

টেকনাফ সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৪ | ১০:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের শামলাপুর সাগরে এক জেলের জালে বিরল প্রজাতির একটি মাছ ধরা পড়েছে। এর আগে এ ধরনের মাছ ধরা পড়েনি।

 

বুধবার (২৪ এপ্রিল) সকালে ধরা পড়ে বিরল প্রজাতির এ মাছ।

 

শামলাপুর বোট মালিক সমিতির সভাপতি বেলাল উদ্দিন জানান, বাহারছড়া শামলাপুর মনতইল্ল্যা গ্রামের বাসিন্দা জালাল আহমদের ছেলে আবু তৈয়বের জালে সকালে ধরা পড়ে বিরল প্রজাতির এ মাছ। মোবাইল ফোনের বদৌলতে অল্পসময়ে তা জানাজানি হয়ে যায়। দুপুরে মাছসহ ফিশিং ট্রলারটি শামলাপুর ঘাটে পৌঁছলে মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে। মাছটির ওজন ১০ মণ। বিকালে মাছটি ঠেলা গাড়িতে শামলাপুর লামার বাজার ধলা মিয়ার আড়তে নগদ ৮০ হাজার টাকায় বিক্রি হয়।

 

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, এটি গভীর সমুদ্রের মাছ। মাছটির তলোয়ার আকৃতির ঠোঁটের কারণে ইংরেজিতে বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে ‘সোয়ার্ড ফিস’। স্থানীয়রা বলে ‘তলোয়ার মাছ’। কোন কোন দেশে এ মাছ ‘ব্রডবিল’ নামেও পরিচিত। যাযাবর প্রজাতির এ মাছটির শিকারি হিসাবেও বিশেষ খ্যাতি রয়েছে। সমুদ্রের সব চেয়ে দ্রুতগামী মাছের মধ্যে এটি অন্যতম। ঘণ্টায় প্রায় ৯৭ কিলোমিটার গতিবেগে চলতে পারে এ মাছ।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট