চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাজেকে ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৬

নানিয়ারচর সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৪ | ৮:১১ অপরাহ্ণ

রাঙামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় শ্রমিকবাহী ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৬ জন শ্রমিক নিহত ও আহত হয়েছেন ৮ জন।

 

বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৫টা ৪০মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।

 

তিনি জানান, আনুমানিক বিকাল ৫টা ৪০মিনিটের দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ি দিকে ফেরার পথে ১৪ জন শ্রমিক ও চালক নিয়ে একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ৬ শ্রমিক মারা গেছেন। আহত আছেন আটজন।

 

এলাকাটি দুর্গম এবং সেখানে নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিক তথ্য জানা যাচ্ছে না বলে জানান ইউএনও।

 

আহত ও নিহতদের উদ্ধারের জন্য পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) মো. আবদুল আউয়াল।

 

পূর্বকোণ/রনি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট