কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ দুই যুবকের লাশ ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
আজ বুধবার (২৪ এপ্রিল) বিকাল ৪টার দিকে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে সকাল ১০টার দিকে নদীর পূর্ব বড় ভেওলার আনিছপাড়া এলাকায় নদীতে মাছ ধরতে নেমে তারা নিখোঁজ হন।
নিহত দুই যুবক হলেন- চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাগাজি সিকদার পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও ৭ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।
এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না।
তিনি জানান, বুধবার সকালে মনছুর ও মুবিন মাতামুহুরী নদীতে মাছ ধরতে নামে। তারা পানি থেকে না উঠায় নদী তীরবর্তী বাসিন্দারা সংগঠিত হয়ে সন্ধান শুরু করে। অল্পক্ষণ পর পেকুয়া ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দেয় উদ্ধার অভিযানে। এরপরও যুবকদের সন্ধান মিলছিল না।
চেয়ারম্যান মুন্না বলেন, বিকাল ৪টার দিকে পেকুয়া ফায়ার সার্ভিস চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে তাদের লাশ উদ্ধার করেছে।
পেকুয়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বাপ্পী বড়ুয়া বলেন, মাতামুহুরী নদীতে দুই যুবক নিখোঁজ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে চট্টগ্রাম থেকে ডুবুরি দল এনে স্থানীয়দের সহায়তায় দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ