চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে ট্রাক লক্ষ্য করে গুলি

বান্দরবান সংবাদদাতা

২৪ এপ্রিল, ২০২৪ | ৭:২৬ অপরাহ্ণ

বান্দরবানের থানচি উপজেলার থানচি লিক্রে সড়কে মালামাল বোঝাই একটি ট্রাককে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা।

 

আজ বুধবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্ত সড়কের আট কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, লিক্রে সড়ক পথে পাঁচটি ট্রাক থানচি বাজারে আসার পথে আট কিলোমিটার এলাকায় পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র সন্ত্রাসীরা ট্রাককে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আবু বক্কর নামে এক ব্যক্তির একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া অভ্যন্তরীণ সড়কগুলোতেও যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

 

নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযান চলার সময়েই থানচিতে এ ঘটনা ঘটল। গত ২ ও ৩ এপ্রিল কেএনএফ’র সশস্ত্র সদস্যরা রুমা ও থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালিয়ে অস্ত্র, গুলি ও টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনার পর রুমা, থানচি ও রোয়াংছড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান চলছে। অভিযানে এ পর্যন্ত কেএনএফ’র সদস্য ও সহযোগী সন্দেহে ১৯ নারীসহ ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট