চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মাতামুহুরীতে মাছ ধরতে নেমে ২ যুবক নিখোঁজ

চকরিয়া প্রতিনিধি

২৪ এপ্রিল, ২০২৪ | ৩:০৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা এলাকায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে নেমে দুই যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০ টার দিকে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডস্থ আনিছ পাড়ার সাহাব উদ্দিনের বাড়ির সামনে নদীতে বসানো ঝাঁক (স্থানীয় ভাষায়) থেকে মাছ ধরতে নেমে নিখোঁজের ঘটনা ঘটে।

 

নিখোঁজ দুই যুবক হলেন- চকরিয়া উপজেলার পুর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ কালাগাজি সিকদার পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও ৭ নম্বর ওয়ার্ডস্থ সিকদার পাড়া গ্রামের আবদুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।

এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্না। তিনি জানান, বুধবার সকালে মনছুর ও মুবিন মাতামুহুরী নদীতে মাছ ধরতে নামে। তারা পানি থেকে না উঠায় নদী তীরবর্তী বাসিন্দারা সংগঠিত হয়ে ওই দুই যুবকের সন্ধান শুরু করে। কিছুক্ষণ পর চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরাও যোগ দেয় উদ্ধার অভিযানে। এরপরও দুপুর ২টা পর্যন্ত নিখোঁজ দুই যুবকের সন্ধান মেলেনি।

 

ইউপি চেয়ারম্যান মুন্না আরও বলেন, চার ঘণ্টা অতিবাহিত হলেও নিখোঁজদের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনতে খবর পাঠিয়েছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট