চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে প্রতীক বণ্টন

কক্সবাজার সংবাদদাতা

২৩ এপ্রিল, ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ

প্রথম ধাপে আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কক্সবাজারের ৩টি উপজেলা পরিষদের নির্বাচন।

 

মঙ্গলবার (২৩ এপ্রিল) মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এক আনুষ্ঠানিকভাবে প্রতীক বিতরণ করা হয়।

 

জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়া এই তিনটি উপজেলায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

 

কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, বর্তমান চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌরসভার মেয়র মুজিবুর রহমান। যথাক্রমে তারা মোটরসাইকেল, দোয়াত-কলম এবং আনারস প্রতীক পেয়েছেন।

 

ভাইস চেয়ারম্যান পদে রশিদ মিয়া একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ফলে তার জন্য কোন নির্বাচনী প্রতীক নির্ধারিত হয়নি।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অধ্যাপিকা রুমানা ফুটবল এবং চম্পা উদ্দিন কলস প্রতীক পেয়েছেন।

 

এই প্রতীক বরাদ্দের মাধ্যমে নির্বাচনী প্রচারণা আরও তীব্র হবে বলে আশা করা হচ্ছে। প্রার্থীরা তাদের নির্ধারিত প্রতীক ব্যবহার করে ভোটারদের কাছে তাদের নির্বাচনী প্রতিশ্রুতি ও কর্মসূচি তুলে ধরবেন।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট