বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতির ও অস্ত্র লুটপাটের ঘটনায় কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে ছাত্রলীগের সভাপতিসহ ৭ জনকে আদালতে কারাগারে পাঠিয়েছেন আদালত।
তারা হলেন- লাইমি পাড়া বাসিন্দা ভান বিয়াক লিয়ান বম (২৩), রুমা মুনলাই পাড়া বাসিন্দা লাল নূন নোয়াম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান বম (৩২), লাল মিন বম (৫০) ও রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ভানমুন নোয়াম বম (৩৩)।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ এস ইমরান।
এর আগে গতকাল সোমবার (২২ এপ্রিল) বান্দরবানের রুমা এলাকায় অভিযান চালিয়ে কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে রুমা উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংক ডাকাতির, অস্ত্র লুটপাটের ঘটনায় কেএনএফের সংশ্লিষ্টতার সন্দেহে লাইমি পাড়া থেকে এক নারী ও রুমা মুনলাই পাড়া থেকে ছয়জনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, কেএনএফ সংশ্লিষ্টতার সন্দেহে নারীসহ ৭ জনকে রুমা অস্ত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ