চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

রামুতে ডাকাতের হামলায় পিতা-পুত্র নিহত

রামু সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২৪ | ৭:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে সশস্ত্র ডাকাতের হামলায় পিতা-পুত্র নিহত হয়েছেন। রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা ঘোনারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইগ্যাকাটা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে জাফর আলম (৫২) ও জাফর আলমের ছেলে মোহাম্মদ সেলিম (৩৩)।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক মেম্বার জানান, পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার থেকে অবৈধভাবে গরু পাচারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

 

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, ঘটনার রহস্য উদঘাটন করতে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন। শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করে আসল ঘটনা উদঘাটন করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাতেই কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন