চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

ঈদগাঁও উপজেলা নির্বাচনে ১৭ জনের মনোনয়ন জমা

ঈদগাঁও সংবাদদাতা

২১ এপ্রিল, ২০২৪ | ১০:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

 

রবিবার (২১ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত তারা মনোনয়ন জমা দেন।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি বলেন, উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাতজন, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল আজ (২১ এপ্রিল)। মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২৭-২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।

 

চেয়ারম্যান পদে যারা মনোনয়ন জমা দিয়েছে তারা হলেন- মোহাম্মদ সেলিম আকবর, মো. আবু তালেব, শামশুল আলম, নুরুল কবির, ইমরুল হাসান রাশেদ, কুতুবউদ্দিন চৌধুরী ও এম মমতাজুল ইসলাম।

 

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন- আহমদ করিম, বোরহান উদ্দিন মাহমুদ, আজিজুল হক রুবেল, মোহাম্মদ আরিফ মিয়া ও মমতাজ উদ্দিন আহমদ।

 

নারী ভাইস চেয়ারম্যান পদে রেহেনা আক্তার, হামিদা তাহের, কাউসার জাহান, শাহেনা আক্তার লাকি ও মেহেনুর আক্তার পাখি মনোনয়ন জমা দিয়েছেন।

 

 

পূর্বকোণ/তারেক/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট