কক্সবাজারের মহেশখালীতে সেনা সদস্যের পরিবারের ওপর লোমহর্ষক সশস্ত্র হামলার ঘটনার মূলহোতা রমিজ উদ্দিনকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সদর থানাধীন দরিয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার (২১ এপ্রিল) র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার রমিজ উদ্দিন মহেশখালীর কালামারছড়া নয়াপাড়া এলাকার মৃত আফলাতনের ছেলে।
র্যাব জানায়, অভিযুক্ত রমিজ উদ্দিন ও তার সহযোগীরা অস্ত্র-শস্ত্র নিয়ে ওই সেনা সদস্যের পরিবারের ওপর হামলা চালায়। হামলায় ভিকটিমের ভাইকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। এছাড়াও, পরিবারের নারী সদস্যের শ্লীলতাহানি করা হয়।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, এ ঘটনায় মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ