চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় গাড়িভর্তি গাছ জব্দ

পেকুয়া সংবাদদাতা

২০ এপ্রিল, ২০২৪ | ৫:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় পাচারকালে গাড়িভর্তি বিপুল পরিমাণ গাছ জব্দ করেছে বনবিভাগ। শনিবার (২০ এপ্রিল) ভোর ৬টার দিকে টইটং ইউনিয়নের নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব গাছ জব্দ করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক।

 

তিনি বলেন, একটি পাচারচক্র চকরিয়া থেকে রাজাখালী আরবশাহ বাজারে একটি মিনি ট্রাকে করে গাছগুলো নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদ পেয়ে বনবিভান অভিযান পরিচালনা করে। এ সময় ১৩টি গর্জন ও ৫টি তেলসুর গাছসহ গাড়িটি জব্দ করি। পরে গাছসহ গাড়িটি রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়।

 

তিনি আরও বলেন, গাছের মালিক পাওয়া যায় নি। কাউকে আটকও করা যায় নি। তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট