চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

বাবাকে মাঠে ভাত দিয়ে বাড়ি ফেরা হল না মেয়ের

বাঁশখালী সংবাদদাতা

১৯ এপ্রিল, ২০২৪ | ৮:২০ অপরাহ্ণ

দিনমজুর বাবা কাজ করছিলেন ধানের মাঠে। দুপুরে ভাত নিয়ে যায় মেয়ে শামিমা সুলতানা (১২)। বাড়ি ফেরার পথে বোরো ধান চাষাবাদের জন্য পাহাড়ি ছড়ায় বাঁধ দিয়ে জমিয়ে রাখা পানিতে পড়ে যায় সে। স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

 

শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড পূর্ব পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বৈলছডি ইউনিয়নের সদস্য জামাল উদ্দিন।

 

নিহত শামিমা সুলতানা ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। সে দারুল হুদা মহিলা বালক-বালিকা মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শামিমা সুলতানা বাবাকে ভাত দিয়ে বাড়ি ফেরার পথে পাহাড়ি ছড়ায় পড়ে যায়। পথিমধ্যে আসা-যাওয়া লোকজন দেখে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট