চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় পোল্ট্রি ব্যবসায়ী নিহত

কক্সবাজার সংবাদদাতা

১৬ এপ্রিল, ২০২৪ | ৯:৫৪ অপরাহ্ণ

মোটরসাইকেল চালিয়ে কক্সবাজার থেকে রামু আসার পথে সড়ক দুর্ঘটনায় রামুর পোল্ট্রি ব্যবসায়ী জসিম উদ্দিন (৪০) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলে আরোহী অপর দুইজন আহত হয়েছেন।

 

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে কক্সবাজার শহরের জেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত জসিম উদ্দিন রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের তলিয়া পাড়া গ্রামের মোক্তার আহমদের ছেলে।

 

স্থানীয়রা জানান, রাত ১২টার পর কক্সবাজার থেকে মোটরসাইকেল করে রামুতে আসার পথে কক্সবাজার জেল গেইটের কাছে একটি যানবাহনের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জসিমের মাথায় মারাত্মক আঘাত পেলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

 

দুর্ঘটনায় আহত অন্য দুইজনকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা এখন স্থিতিশীল। জসিম উদ্দিন রামুর একজন সফল পোল্ট্রি ব্যবসায়ী ছিলেন। তার মৃত্যুতে রামু পোল্ট্রি মালিক সমিতি, স্থানীয় ব্যবসায়ী ও আত্মীয়-স্বজনরা গভীর শোক প্রকাশ করেছেন।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট